মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা :–
চান্দিনা উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান ভষ্মীভূত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ২টায় গরু বাজার সংলগ্ন মাঈন উদ্দিন সুপার মার্কেটে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৩টা) চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পূর্ণভাবে নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে প্রায় ১৫টি দোকান ভস্মীভূত হয়। আগুন নিয়ন্ত্রেণ আনার চেষ্টা করছে দমকল বাহিনী।
স্থানীয় সূত্রে জানাযায়, ওই মার্কেটের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিটের একটি ইউনিট ঘটস্থালে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রেণ আনার চেষ্টা করছে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর বারেক জানান, ‘আগুন নিয়ন্ত্রেণ আনতে চান্দিনা দমকল বাহিনীর ১৫জন সদস্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাৎক্ষনিক ভাবে আগুনের সূত্রপাত জানাযায়নি। সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারণ করা যাবে’।