সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসারে শুক্রবার ৮ নভেম্বর সকাল পৌনে ৯টার কাভার্ডভ্যানের চাপায় ২জন নিহত হয়েছে। নিহতরা হলো দাউদকান্দির উপজেলার জসিম উদ্দিনের মেয়ে জামাতা নাজুমল হক (৪৫) ও ছোট মেয়ে তাহমিনা সুলতানা (২৪)।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজ জানান, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান দাউদকান্দি থেকে কুমিল্লাগামী একটি মোটর সাইকেলকে নিমসার এলাকায় চাপা দিলে মোটর সাইকেল চালক নাজুমল হক ও আরোহী তাহমিনা ঘটনা স্থলে মারা যায়। খবর পেয়ে ঘাতক কার্ভাডভ্যানটিকে আটক করা হয়েছে এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে। তারা দু’জন সম্পর্কে শালি-দুলাভাই বলে জানা গেছে।