মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
বুধবার কুমিল্লার মুরাদনগরে তীব্র পুলিশী বাঁধাকে উপেক্ষা করে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি জামায়াত সহ ১৮ দলীয় জোট। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেচয়ারম্যান ও মুরাদনগর হতে ৫বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের বাস ভবন সংলগ্ন মাঠ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করতে চাইলে পুলিশ তাতে বাঁধা প্রদান করে। পুলিশী বাঁধাকে উপেক্ষা করে ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ ওই সমাবেশ করেছে। এ সময় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোল্লা মজিবুল হক, উজেলা জামায়াতের আমির মনসুর মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট তৌহিদুর রহমান প্রমুখ।