মোঃ সাইফুল ইসলাম বাবুল, বুড়িচং :–
আজ মঙ্গলবার বুড়িচং উপজেলা সদরে ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে উপজেলা আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল নিয়ে বের হলে উভয় দল মুখোমুখি অবস্থান নেয়। এসময় আওয়ামীলীগ বিএনপি জামায়াতের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ হয়। প্রায় দেড় ঘন্টা ব্যাপী সংর্ঘষে ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন সহ ৩ ছাত্রদল কর্মী গুরুত্ব আহত হয়। আহত জসিম উদ্দিন কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংর্ঘষ চলাকালীন অত্যন্ত ১৫টি অটোরিক্স সিএনজি ভাংচুর হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কুমিল্লা থেকে দু”প্লাটুন দাঙ্গা পুলিশ মোতায়েন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।দুপুর ২ টায় রিপোট লেখা পর্যন্ত উপজেলা সদরে থর্মথমে ভাব বিরাজ করছে।