কুমিল্লা প্রতিনিধি :–
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববদায়ক সরকারের অধীনে নির্বাচন,অবৈদ ট্রইব্রনাল বাতিল ১৮দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮দলের ডাকা ৬০ ঘন্টার হরতালের ২য়দিনের হরতালের সমর্থনে সকাল থেকে নগরীর টমচমব্রীজ,শাসনগাছা,চকবাজার বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।নগরীর টমচমাব্রীজে মহানগরীর জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আমিনুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে।এসময় উপস্থিত ছিলেন মহনগরীর জামায়াতের সেক্রেটারী মাষ্টার মোছলেহ উদ্দিন,মোশারফ হোসাইন,মজিবুর রহমান ভূইয়া,শিবির সেক্রেটারী শাহ আলম। শাসনগাছায় মহানগর জামায়াত নেতা কাজী নজীর আহমেদ ও এজি এস শহিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন মহনগরীর শিবিরের সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন,হেলাল উদ্দিন বশির।নগরির চকবাজারে জামায়াত নেতা মাহবুবর রহমান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন মহনগরীর জামায়াত নেতা ভিপি মজিবুর রহমান,আকতারুজ্জামান,শিবির নেতা ফরহাদ উদ্দিন। হরতাল শেষে এক সমাবেশের মাধ্যমে শেষ করে।সমাবেশে বক্তব্য রাখেন নগর জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আমিনুল হক।তিনি তার বক্তবে বলেন,অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববদায়ক সরকারের অধীনে নির্বাচন ,অবৈদ ট্রইব্রনাল বাতিল এবং ১৮দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানান ।