এইচ এম মহিউদ্দিন :–
আজ রবিবার (০৩ নভেম্বও ১৩ইং) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কুমিল্লা মহানগীর পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহর সমাজ সেবা, এনজিও সৌরভের আয়োজনে ২০১২-১৩ সালের প্রতিবন্ধি সনাক্তকরণ জরীপের ২য় পর্যায়ে প্রায় দের শতাধিক প্রতিবন্ধির রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে।
এতে প্রতিবন্ধি সনাক্তকরণ জরীপের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মোহাম্মদ জাবেদ। ঢাকা প্রতিবন্ধি হসপিটাল থেকে আসা ডাঃ মোঃ মামুনের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রেজিষ্ট্রেশন কাজে আরো উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা অফিসার বিলকিছ আক্তার, এনজিও সৌরভের নির্বাহী পরিচালক মমতাজুল হক (জসিম মাষ্টার)। সদর উপজেলার প্রতিবন্ধি উন্নয়নের পরিষদের সহ-সভাপতি মোঃ ইউনূছ মিয়া। প্রতিবন্ধি সনাক্তকরণ জরীপে আজ প্রায় দেয় শত জনের অধিক প্রতিবন্ধিকে নিবন্ধন করানো হয়।