সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ৫ কেজী গাঁজাসহ এক গাঁজা ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে পাঠিয়েছে। থানা সুত্রে জানা যায় (৩ নভেম্বর) রবিবার সকালে উপজেলা সদরের ডাঃ ফজলুল হক (পেরা মিয়া)এর বাড়ীর পাশে গাউছিয়া মসজিদের সামনে গাজা নিয়ে দু’ যুবক গাড়ীর জন্য অপেক্ষা করছে এরকম গোপন সংবাদের প্রেক্ষিতে থানার এসআই সুজন চন্দ্র পাল ও এএসআই আবদুল হান্নান সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় অভিযান চালায়। থানা পুলিশ সেখানে পৌছামাত্র উপজেলার নাইঘড় নোয়াপাড়া গ্রামের আবু মিয়ার ছেলে সুলতান মিয়া(২০)কে পলিথিনে মোড়ানো ৫ কেজী গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে। এসময় অপর এক যুবক দৌড়ে পালিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়–য়া এ প্রতিনিধিকে জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। রোববার তাকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।