শামসুজ্জামান ডলার :–
‘সমবায় সামাজিক নিরাপত্তা’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪২তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ, সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহমুদা আকতার মুক্তা, চাঁদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক মোঃ শওকত আলী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, সমবায়ী ইবনাল মঈন আহমেদ রিপন, ফারুক আমিন প্রমূখ।