মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
শনিবার বিকাল ৫টায় মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর কাচারিমাঠের পূর্ব পাশে জাপানি বাজপেয়ীর বাড়িতে কালা মিয়া(৪৫) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় সূত্র জানায়,বাখরাবাদ গ্রামের আরু মিয়ার ছেলে কালা মিয়া বিকালে জাপানি বাজপেয়ী নামের মহিলা বাড়িতে পানি তোলার মর্টারের বিদ্যুতের খোলা তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। তাকে বাঁচাতে টানাটনি করতে গেলে উপস্থিত অজ্ঞাত আরো ২ ব্যক্তি কালা মিয়ার সাথে বিদ্যুতে তারে জড়িয়ে যায। ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে দুই ব্যক্তি বেঁচে যায়। ভূমিহীন দরিদ্র কালা মিয়া কাচারিমাঠের পূর্বদিকে পরিত্যাক্ত একটি কৃষি ভবনে পরিবার নিয়ে বসবাস করতো। কালা মিয়া বাবুর্চির হেলপার ছিলো।। তার স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েআছে।