মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :–
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুরাদনগরে চলছে গনগ্রেফতার মানুষিক রোগাগ্রস্ত ৭০বছরের বৃদ্ধও পুলিশের গ্রেফতার হতে রেহাই পাচ্ছে না। মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘিরপাড় গ্রাম হতে গত বুধবার মধ্যরাতে মানুষিক রোগী ৭০ বছরের বৃদ্ধ জাহের মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে মুরাদনগর থানা পুলিশ। গ্রেফতারকৃতওই বৃদ্ধ বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন অঞ্জনের চাচা। এ বিষয়ে চেয়ারম্যান মহি উদ্দিন অঞ্জন জানান আমি বিএনপি সমর্থক হওয়ায় পুলিশ আমার বাড়িতে বার বার সাড়াসি অভিযান চালিয়ে আমাকে ও আমার পরিবার কে হয়রানি করছে।আমার ওই চাচার ছেলেকে সম্প্রতি রাস্তা অবোরোধ করার এক মামলায় জড়িয়ে দিয়ে তাকে না পেয়ে আমার মানষিক রোগাগ্রস্থ ওই চাচাকে গ্রেফতার করে। নানার মৃত্যুর দোয়া অনুষ্ঠানে আসা ইধন মিয়া নামের এক ছেলেকে ও পুলিশ ওই বাড়ি হতে গ্রেফতার করে।