ঢাকা প্রতিনিধি :–
পুজিবাজারের তালিকাভুক্ত দেশের প্রথম শরীয়াহ্ভূক্ত আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এর পরিচালনা পর্ষদের ১৫৫তম সভা আজ বৃহস্পতিবার আইএফআইএল এর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।
আইএফআইএল এর চেয়ারম্যান হোসাইন মাহ্মুদ উক্ত সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান আফজালুর রহমান, পরিচালনা পর্ষদের পরিচালক এসএম বখতিয়ার আলম, আনিস সালাহ্উদ্দিন আহমদ, ফিরোজ আলম, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. গাজী মো. আহসানুল কবীর ও অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, ডিএমডি এন্ড সিএফও কাজী আজিজ আরশাদ ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শওকত আকবর উপস্থিত ছিলেন। পরিচালনা পর্ষদের সভা শেষে শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের অনুমোদনসহ আইএফআইএল এর সার্বিক উন্নয়নে গুরূত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।