কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লা মহানগরীর বিষ্ণুপুর এলাকায় বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলি জব্দ করেছে কুমিল্লা র্যাব-১১।
কুমিল্লা -১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মো. শাহেদ হাসান দুপুর ২টায় সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় বিষ্ণুপুর এলাকার গাড়ি মিস্ত্রী জাকির হোসেনের ঘর থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে র্যাবের কাছে তথ্য ছিল জাকিরের ঘরে অস্ত্র আছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের কমান্ডার মেজর মো. শাহেদ হাসানের নেতৃত্বে র্যাবের একটি দল জাকিরের ঘরে অভিযান চালিয়ে বিছানার নিচ থেকে আমেরিকান তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলি জব্দ করে। এ ঘটনায় কেউ আটক হয়নি।