রাসেল মাহমুদ,কুবি থেকে:–
রবিবার রাত ১১.১৫ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ড.আমির হোসেন খানের বাস ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরন হয়। কে বা কাহারা এই বিস্ফোরনটি ঘটায় তা জানা যায়নি। ধারনা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে এই বিস্ফোরনটি ঘটানো হয়। নাম প্রকাশ না করার শর্তে উপাচার্যের বাসভবন এলাকার এক চা বিক্রেতা বলেন, হঠাৎ করে আওয়াজ শুনতে পেয়ে কাছে গিয়ে দেখি দুটি ককটেল, কিন্তু আসে পাশে কাওকে দেখতে পায়নি।
জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রায়হান উদ্দিন বলেন, বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি, স্যারের নিরাপত্তার জন্য অন্য সব পদক্ষেপও প্রহণ করা হবে।