—–মোঃ জালাল উদ্দিন
মাগো তুমি নেই বলে
আমি আজ এতিম অসহায়,
কেউ বুলায় না মাথায় হাত
দেয় না স্নেহের পরশ আমায়।
প্রতি রবিবার অফিসে যাবার সময়
দেয় না কেউ পথ এগিয়ে,
প্রতি বৃহঃবার আমার প্রতীক্ষায় মাগো
থাকে না কেউ পথ পানে চেয়ে।
বউমাকে বলে না কেউ বার বার
“মোবাইল করে দেখোÑ
যাদু মনি এসেছে কোথায়;
সন্ধ্যা যে ঘনিয়ে এলো!”
অফিস-ফেরত সন্তানকে বলে না
“ভাত খেতে আয় বাবা
চোখ-মুখ যে শুকিয়ে গেলো!”
পিতৃহীন সন্তানকে রেখেছিলে
স্নেহের পরশ বুলিয়ে,
বুঝিনি বাবার অভাব কভু
তোমার নিঃস্বার্থ ভালবাসা পেয়ে।
মাগো তুমি চলে গেলে রবিবার
২৯ সেপ্টেম্বর ২০১৩ সালে,
কুমিল্লা মেডিক্যাল সেন্টারের সেই
৬২৭ নং কেবিনে শুয়ে।
আমাকে আজ কেউ ডাকে না
মাগো তোমার সুরে সুরে,
শুধু তুমি নেই বলেÑ
মা, তুমি নেই বলে!
====================
লেখক:- মোঃ জালাল উদ্দিন
গ্রাম-বড়ইয়াকুড়ি, পোঃ-জাহাপুর
উপজেলা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।
মোবাইল নম্বর : ০১৮১৯-৬০৩৮০২
ই-মেইল নম্বর : jalal307@gmail.com