মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :–
কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাব পাঠাগারে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) কর্তক প্রকাশিত গণমাধ্যম সাময়িকী নিরীক্ষা ও বিভিন্ন বই হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠিক ভাবে নিরীক্ষা ও বই হস্তান্তর করেন পিআইবি’র পক্ষ থেকে ইনস্টিটিউটের নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। এ সময় সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম, এমকেআই জাবেদ, তৌহিদুর রহমান, জয়নাল আবেদীন, মোশাররফ হোসেন মনির, জাহাঙ্গীর আলম ও দেলোয়ার হোসেন প্রমুখ।