মো: মোশারররফ হোসেন মনির, মুরাদনগর(কুমিল্লা):–
মুরাদনগর উপজেলা কামাল্লা গ্রামে উম্মে হাবিবা(৫) এক শিশু অপহরণের অভিযোগে রোববার রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের হাজতে পাঠায়।
মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের সাধন মিয়ার মেয়ে মরিয়ম আক্তার (১৩) ও কামাল্লা গ্রামের মর্তুজ আলীর ছেলে রাজ্জাক মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার উম্মে হাবিবা কামাল্লা গ্রামের ইদ্রিস মোল্লার দোকানে যাওয়ার পথে অপহরণ হয়। পরে অপহৃত উম্মে হাবিবার বাবা হাবিবুর রহমান ৭ জনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত অপহৃত শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত উম্মে হাবিবা স্থানীয় দ্যা এহছান একাডেমির নার্সারির ছাত্রী।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম জানান, অপহৃত শিশুটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।