মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা :–
চান্দিনা উপজেলার পানিপাড়া আলিম মাদ্রাসায় বুধবার (২ অক্টোবর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে দু’জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান হয়। বিদায় অনুষ্ঠানে আলহাজ্ব মো. আবদুল গফুর মাষ্টার এর সভাতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন ভূইয়া, পানিপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমান। মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মো. মফিজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিদায়ী শিক্ষক সিনিয়র সহ-মৌলভী আ.ন.ম আবদুল আজিজ, ক্বারী মো. বজলুর রহমান। বিদায়ী অতিথিদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন- প্রভাষক মো. বেলাল হোসেন মোল্লা, শিক্ষার্থী মো. শাহ আলম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গভার্নিং বডির সদস্য, মো. আবদুল কুদ্দুস, নূরুন্নাহার বেগম, মোজাম্মেল হক।