—মো. আলী আশরাফ খান
হে নবীন জেগে ওঠো
চারদিকে অমানিশার অন্ধকার,
কে দেখাবে পথের দিশা
অগণিত মানুষের হাহাকার।
হে নবীন জেগে ওঠো
তোমার পানে চেয়ে আছে
আমার কন্যা-ধর্ষীত বোন
অবলা মায়ের করুণ চিৎকার।
হে নবীন জেগে ওঠো
কাঁদে কৃষক কামার-কুমার
বিচারের বাণী কাঁদে নিভৃত্বে
স্বজনপ্রীতি ঘুষ-দুর্নীতি একাকার।
হে নবীন জেগে ওঠো
সময় বয়ে যায় অবহেলায়,
হাল ধরো সাম্যের গান করো
বাঁচাও নবীন-প্রবীণের এ সংসার।
======================
কবি- মো. আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।