মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি:–
মুরাদনগর উপজেলা সদরের প্রান কেন্দ্রে বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক গনপরিষদসদস্য আলহাজ্ব আবুল হাসেম প্রতিষ্ঠিত নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুজ্জামান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম তালুকদার। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি মো: জহিরুল হক ভুইয়া, মো: আবুল কালাম, মো: নূরুদ্দিন সরকার, এ কে এম গোলাম নবী, খাদিজা আক্তার সহ প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: জাকির হোসেন।