সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় গত সোমবার গভীর রাতে ডাকাতদল দুটি ঘড়ের দরজা ভেঙ্গে অস্্েরর মুখে বাড়ীর লোকদের জিম্মি করে নগদ অর্থসহ চার লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। উপজেলার মাধবপুর মিয়া বাড়ীর টুকু মিয়ার ছেলে বদিউল আলম স¤্রাট সাংবাদিকদের জানায় তার পিতার বসত ঘড়ে গত সোমবার গভীর রাতে ৮/১০ জনের ডাকাত দল দা, ছেনী, টাক্কলসহ বিভিন্ন দেশীয় অ¯্র নিয়ে ঘড়ের দরজা ভেঙ্গে লোকদের জিম্মি করে আলমারী খুলে নগত ১৮ হাজার টাকা, মোবাইল, স্বর্ণের চেইনসহ বিভিন্ন মালামাল লুট করে। ডাকাতরা একই কায়দায় তার প্রবাসী ভাই খোরশেদ আলমের ঘড়ে প্রবেশ করে ঘড়ের লোকদের অ¯্ররে মুখে জিম্মি করে ঘড়ের আলমারী খুলে নগত ৯০ হাজার টাকা, সারে ৬ ভরি স্বর্ণসহ ঘড়ের মূল্যবান জিনিষপত্র লুট করে দ্রুত গতিতে পালিয়ে যায়। বদিউল আলম স¤্রাট দাবী করে বলেন, ডাকাতরা নগত অর্থসহ প্রায় ৪লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে থানার এসআই মোঃ সাহজাহান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...