সাগর চৌধুরী সৌদি আরব থেকে ::–
দৈনিক আমারদেশ এর ৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে “গনমাধ্যমের কন্ঠরোধ” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সৌদি আরবের রিয়াদস্হ আমারদেশ পাঠক মেলা । স্হানীয় একটি সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক জাহানঙ্গীর আলম হ্রদয় ।
প্রধান অতিথি ছিলেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইমতিয়াজ উদ্দীন আহমদ ইমতিয়াজ ।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান ও চলচ্চিত্র পরিচালক ইব্রাহীম সরকার ।
আমন্ত্রীত অতিথি ছিলেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান কমল, এনটিভি প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমদ চান, এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন বাংলাদেশ পূর্বাঞ্চলের সভাপতি সাগর চৌধুরী ।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন আমারদেশ পাঠক মেলার সাধারন সম্পাদক কবি শাহনুর।
বক্তব্য রাখেন, মাইনউদ্দীন মাইনু, বিল্লাল হোসেন মিন্টু, মহসিন মিয়াজি প্রমূখ ।
বাংলাদেশ থেকে দৈনিক আমারদেশ পাঠক মেলার বিভাগীয় পরিচালক ফয়সাল আকবর টেলি কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন ।
বক্তারা আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর অত্যাচার নির্যাতনের নিন্দা জানান এবং যত তাড়াতাড়ি সম্ভব তার মুক্তি দাবী করেন । সেই সাথে বাংলাদেশে ইসলাম ভিত্তিক একমাত্র টিভি চ্যানেল ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি‘র উপর থেকে নিশেধাষ্ণা প্রত্যাহারের দাবী জানান ।