—-মোঃ জালাল উদ্দিন
নিশিদিন সহি কী যে দুঃসহ যাতনা!
মিছে হেথায় ভালবাসা নহে কেউ আপনা!!
ক্ষত-বিক্ষত হৃদয় মম
স্বজন সবাই বৈরীসম,
বিনা দোষে অপরাধী সেজেছি সবার চোখে
বুক ফেটে যায় বোবা কান্নায়,
এ ব্যথা বুঝাবো কাকে?
শত অপবাদ বৃথা নিয়েছি মাথায় তুলে
দোষিব কাহারে আমি কাটায়েছি জীবন ভুলে ভুলে।
এইতো বিধির নিঠুর লিখন
ভব-রঙ্গ শুধু প্রহসন,
দেখা দিয়ে তুমি ধন্য করো মোরে
শত ব্যথার বিনিময়ে দানিও একটু সুখ পরপারে।
======================
লেখক- মোঃ জালাল উদ্দিন
গ্রাম : বড়ইয়াকুড়ি, পোঃ জাহাপুর
উপজেলা : মুরাদনগর, জেলা : কুমিল্লা।
মোবাইল নম্বর : ০১৮১৯-৬০৩৮০২
ই-মেইল : jalal307@gmail.com