স্টাফ রিপোর্টার :–
কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের কালিকাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের “ক” ব্লকের সমিতি সমূহের সমবায় নেতৃবৃন্দের মাসিক যৌথসভা রোববার সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেটিসিসিএ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবুল বাসার। কালিকাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি কাজী রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,সহকারী প্রকল্প পরিচালক আবদুল মজিদ খান,ও ডাঃ কাজী খোরশেদ আলমসহ আরো অনেকে।