মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা :–
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. আরিফুল ইসলামসহ সকল কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তিকামনায় দোয়া মহাফিল করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কুমিল্লা পশ্চিম জেলা শাখা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মো. মারুফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মফিজুল ইসলাম। এসময় বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি আ.ম.ম ওবায়দুল হক, সহ-সভাপতি মো. কামাল হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সহ-সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ্, যুগ্ম-সম্পাদক মো. আল আমিন, রবিউল হাসান, যুবায়ের খান ফরাজী, মো. আরিফুল ইসলাম, সোহেল আহমেদ প্রমুখ।