সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ দুই মাদক ব্যাসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদীঘি এলাকায় রাস্তার পাশ দিয়ে আশাবাড়ী থেকে দুই পথচারী হেটে আসার পথে ঐ এলাকায় টহলরত থানার এসআই মোঃ জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স তাদের গতিরোধ করে। তাদের বেগ তল্লাশী করে একজনের কাছে ২ কেজি ও অপর একজনের কাছে ৩ কেজি মোট ৫ কেজি গাঁজাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হল- নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার মোটবী গ্রামের আবদুল গোফরানের ছেলে আলাউদ্দিন(২৬) ও একই এলাকার মৃত আবদুল বারেকের ছেলে বেচু মিয়া(৪০)। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া জানান, আসামীদের গতকাল ২৮ সেপ্টেম্বর শনিবার কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।