সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার আশাবাড়ী-শশীদল সড়কের আলী আশ্রাফের পুকুরের পাড়ে ব্রীজের উপর দিয়ে শশীদল উত্তর পাড়া গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে শুক্কুর আলী(২৫) হেঁটে যাবার সময় ঐ এলাকায় টহলরত থানায় এসআই সেলিম আল দ্বীন ও সঙ্গীয় ফোর্স তার গতিরোধ করে। দেহ তল্লাশী করে তার পিঠে গেঞ্জীর নীচে অভিনব পন্থ্যায় মোড়ানো এক কেজী গাঁজাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরোদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মফজল আহমেদ জানান, ২৭ সেপ্টেম্বর শুক্রবার আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
