মোঃ জহিরুল হক বাবু, বুড়িচং :–
বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে বাল্য বিবাহ, মহিলাদের অধিকার নিশ্চিত ও ধর্মের আলোকে মহিলাদের শিক্ষা বিষয়ক একটি অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান কালে কুমিল্লা জেলা অতিঃ জেলা প্রশাসক(শিক্ষা উন্নয়ন) মুহাম্মদ গোলামুর রহমান বলেন ইসলাম নারীদের অগ্রযাত্রার ক্ষেত্রে বাধা নয়। ইসলামে নারীদের স্থান অনেক উপরে রেখেছে। নারীর শিক্ষা ইসলামে গুরুত্ব সহকালে আছে। যারা ধর্মের অযুহাতে নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করতে চায় তাদের বিরুদ্ধে নারীদের ঐক্য বধ্য ভাবে রুখে দাড়াতে হবে। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন বলেন, নারী হচ্ছে সমাজের অর্ধাংশ। তাদেরকে বাদ দিয়ে সমাজে উন্নয়ন করা সম্ভব না। নারীরা শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হবে। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশে কোন শিশু আর ঘরে বসে থাকবে না, সাবাইকে শিক্ষার আওতায় আনা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম পিপিএম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ পারভিন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহ জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপজেলা সাব রেজিষ্ট্রার রৌশনারা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা মুন্নি, ভারেল্লা ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সেক্রেটারী মাওঃ মুফতি আবুল হোসেন আল কাদরী, ইসলামী ফাউন্ডেশন বুড়িচং উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মুহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় মহিলাদের পক্ষ থেকে অন্যান্যদের মাঝে প্রশ্ন করেন প্রভাষক সুরেখা বেগম, ইউপি সদস্য নাসরিন সুলতানা, উম্মে খানম নূপুর, সেলিনা আফরোজ প্রমূখ।
