কামরুজ্জামান জনি, কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লা-৭ বরুড়ার আসরনর বিএনপি দলীয় সাবেক সাংসদ জননেতা একেএম আবু তাহেরর নবম মৃত্যু বার্ষীকি উপল্লক্ষে শুক্রবার সকালে এক স্বরণ সভার আয়োজন করা হয়েছে।
উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি উচ্চবিদ্যালয়ে ওই স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৭ বরুড়া আসনের সাবেক সাংসদ জাকারিয়া তাহের সুমন। এ ছাড়া উক্ত স্বরণ সভায় বিএনপির জাতীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। সাবেক সাংসদ জননেতা একেএম আবু তাহেরর স্বরণ সভায় সকলকে উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করতে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। পরে সোনাইমুড়ি উচ্চবিদ্যালয়ে মঠে কুমিল্লাস্থ বরুড়া উপজেলা ছাত্র/ছাত্রী সংস্থার আয়জনে ও এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যেগে ২৯১৩ সালে বরুড়া উপজেলা থেকে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্র/ছাত্রী মেধা বৃত্তি প্রদান ও কৃতি সংবর্ধনা দেয়া হবে।