সাইফুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি:–
জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওঃ নিজামী, সাবেক আমির অধ্যাপক গোলাম আযম, মাওলানা সাঈদীসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির।
বৃহস্পতিবার বিকেলে সিংড়া কোর্ট মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাসষ্ট্যান্ডে সমাবেশে বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান। নতুবা ফাসিষ্ট সরকারকে উৎখাত না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন। সিংড়া থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির প্রফেসর আমান উল্যাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ বেলালুজ্জামান, জেলা কর্ম পরিষদ সদস্য জয়নাল আবেদীন, সিংড়া থানা সহকারী সেক্রেটারী অধ্যাপক এন্তাজ আলী, জামায়াত নেতা রওশন আরেফিন, মিজানুর রহমান, উপজেলা ছাত্র শিবির সভাপতি আব্দুর রহমান প্রমূখ।