মোঃ জহিরুল হক বাবু, বুড়িচং :–
বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে বুড়িচং উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের আয়োজনে বন্ধ হয়ে যাবে জয়িতা-দের পথচলা? শির্ষক একটি অন্তরঙ্গ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন। বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ পারভিন আক্তার, আ’লীগ নেতা নোয়াব মিয়া মাস্টার, বুড়িচং উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মোঃ কামাল হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মাওঃ আবুল বাসার, বাকশীমূল ইউপি সচিব লেয়াকত আলী, সমাজ সেবক আবু ছায়েম মজুমদার সোহেল, বাকশীমূল ইউপি সদস্য রফিজ উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য আয়েশা আক্তারসহ অন্যান্য মহিলা সদস্য ও এলাকার গৃহিনীরা উপস্থিত ছিলেন।