আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):–
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার বিকালে নাসিরনগর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরে বের করা হয়।
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপির কার্যালয় চত্বরে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক কামরুল আলম ভুইয়া, কৃষকদল সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা দলের নেত্রী তাজমহল, যুবদল নেতা সৈয়দ আবু সারোয়ার, ফারুক আহমেদ, জামাল, আলী সাত্তার, জাসাস নেতা শাখাওয়াত হোসেন ভুইয়া, পল্লব চক্রর্বতী , শ্রমিকদলের সভাপতি সিরাজ খা, সাধারণ সম্পাদক এমরান হোসেন,ছাত্রদল নেতা সৈয়দ নাছির উদ্দিন,এমএ মঈন প্রমূখ।
