মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা :–
‘কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’ জাতীয় সংসদে পাশ করা থেকে বিরত থাকা ও হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে চান্দিনা উপজেলা হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ্ আহাম্মদ এর নিকট স্মারকলিপি তুলেদেন হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ। এসময় উপজেলা হেফাজতে ইসলাম সভাপতি শাইখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক ডা. মাওলানা আবু বকর সিদ্দীক, হেফাজত নেতা মাওলানা মোশারফ হোসেন, মাওলানা আতিকুর রহমান।