কামরুজ্জামান জনি :–
চৌদ্দগ্রামে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় মো. শামীম (২৬) নামের এক কুয়েত প্রবাসী নিহত হয়েছে। এসময় আহত হয় আরও ২ জন। নিহত শামীম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, শামীম তার দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেল যোগে পাশ্ববর্তী কাতালিয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়া পথে কাতালিয়া ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে শামীম গুরুতর আহত হয়। পরে দুই বন্ধুসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে দেড় মাস আগে কুয়েত থেকে বাড়িতে আসে।