নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাসে আগামী জাতীয় নির্বাচনের খসড়া ভোট কেন্দ্রের তালিকা আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিক জানান, দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-২ এর তিতাস অংশে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৩শ ৯৭জন, যার মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৩শ ৯২ এবং মহিলা ভোটার ৬১ হাজার ৫জনের জন্য নতুন ৩টি কেন্দ্রসহ মোট ৪৫টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। যার মধ্যে ২৫১টি ভোট কক্ষ রয়েছে। তিনি আরো জানান, ভৌগোলিক অবস্থানগত কারণ এবং ভোটার বৃদ্ধি হওয়ায় উপজেলার ইউসুফপুর, বলরামপুর উত্তর ও উলুকান্দি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। খসড়া ভোট কেন্দ্র প্রকাশ করা হয়েছে, আগামী ৬ অক্টোবরের মধ্যে উক্ত ভোট কেন্দ্র সম্পর্কিত দাবী, আপত্তি ও সুপারিশ দাখিল করিতে পারিবে।