নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাসে ব্র্যাক ওয়াশ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা মিলায়তনে নিরাপদ পানি, স্যানেটিশন ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামলী নবীর সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাক ওয়াশের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র ম্যানেজার খান হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ জাহান, কৃষি অফিসার কামরুল হাসান মিতু, শিক্ষা অফিসার দেওয়ান মোঃ কামাল উদ্দিন, নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক ভূঁইয়া ও প্রধান শিক্ষক রেজাউল হক প্রমূখ।