কামরুজ্জামান জনি,কুমিল্লা :–
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৩২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে উপজেলার নোয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এনামুল হক উপজেলার কালিকাপুর ইউনিয়নের জাম্মুরা গ্রামের আলী মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী এনামুল হক রাতে তার দোকানে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে জানতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।