আজ মুরাদনগরের ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১২৯ তম জন্ম বার্ষিকী

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর(কুমিল্লা):—

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ শ্রীকাইল কলেজ ও শ্রীকাইল কৃষ্ণকুমার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নরেন্দ্রনাথ দওের আজ ১২৯ তম জন্ম বার্ষিকী। তিনি ১৮৮৪ সালের ২১সেপ্টেম্বর এই দিনে মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্রামে জন্ম গ্রহন করেন । তার বাবার নাম কৃষ্ণকুমার দত্ত ও মাতা নাম ছিল শর্বানী সুন্দরী দেবী। তাদের পরিবারের ৪ছেলের মধ্যে নরেন্দ্রনাথ দও তৃতীয় সন্তান ছিলেন । ১৩ বছর বয়সে নরেন্দ্রনাথ প্রথম বিভাগে ছাত্র বৃওি পাশ করেন এবং কুমিল্লা জিলা স্কুলে ৭ম শ্রেনীতে ভর্তি হয়ে পরীক্ষায় প্রথম হয়ে ডবল প্রমোশন পান এবং ফ্রি শিপ লাভ করেন । সংগ্রামী এই ব্যাক্তি ছাএ জীবনে ময়নামতি থেকে সবজি কিনে কুমিল্লা শহরে এনে মাথায় করে বিক্রি করতেন এবং কুমিল্লায় প্রসন্ন কুমার চক্রবর্তীর নিকটে তখন থাকতেন । ১৯০৬ সালে তিনি এনট্রান্স পরীক্ষা পাশ করেন এবং ভিক্টোরিয়া কলেজে থেকে ১৯০৮ সালে এফ এ দ্বিতীয় বিভাগে পাশ করেন ।এই কর্মবীর নরেন্দ্রনাথ ১৯০৯সালে কলিকাতা মেডিকেল কলেজে ভর্তি হন এবং তার পড়াশোনার খরচ চালানো জন্য তিনি সিদিরপুর ডাক কুলির কাজ করেন । ১৯১৫ সালে এম.বি পাশ করে কলিকাতা প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালে অস্থায়ী সহকারী সার্জন পদে যোগ দেন পরে ভারতীয় মেডিকেল সার্ভিসে আইএম এস অস্থায়ী পদ গ্রহন কার লে: পদ নিয়ে ৯বছর এই পদে চাকরী করেন । ১৯১৯ সালে ইংরেজদের দ্বারা ইউ ফ্রেতিস উপত্যকায় আশ্রয় শিবিরের ক্যাপ্টেন হিসাবে নরেনদ্রনাথ নিযুক্ত হয়ে ৬বছর উক্ত পদে বহাল দিলেন। চাকরী জীবনের পর থেকে তিনি ১৯৩৩সালে ইন্ডিয়ান রিসার্চ ইনস্টিভ এবং ১৯৩৫সালে বেঙ্গল ইমিউনিটি রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং তা পরিচালনা করেন । তার জম্ম ভূমি তে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা নিয়ে ১৯৩৫ সালে শ্রীকাইল গ্রামে আসেন এবং ১৯৩৯ সালে প্রতিষ্ঠা করেন তার পিতার নামে “শ্রীকাইল কৃষ্ণকুমার উচ্চ বিদ্যালয়” এবং ১৯৪১ সালে শ্রীকাইল কলেজ । শ্রীকাইল কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্রাচার্য্য বলেন “নরেন্দ্রনাথ দওের চিন্তা ছিল মানুষ কে কি করে যথার্থ মানুষ করে গড়ে তোলা যায় সে জন্য তিনি আমরণ চেষ্টা করে গেছেন ,তিনি ছিলেন অবিবাহিত তাই তিনি বলতেন স্কুল ও কলেজ থেকে বেড়িয়ে যাওয়া আলোকিত ছেলে মেয়েরাই আমার মানস সন্তান”। এই মহান কর্মবীর ও শিক্ষা সংস্কারক নন্দ্রেনাথ দও ১৯৪৯ সালে ৬ এপ্রিল কলিকাতায় পরোলোগমন করেন ।আজ তার ১২৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কলেজে বন্ধ থাকবে ও রাতে দত্ত বাড়ীতে হিন্দু ধর্মীয় রীতি অনুসারে “হরিসভার” আয়োজন করা হয়েছে বলে শ্রীকাইল কলেজের অধ্যক্ষ গেীরাঙ্গ চন্দ্র পোদ্দার জানিয়েছেন।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply