শামসুজ্জামান ডলারঃ—
১৪ জিলক্কদ ফরাজী কান্দি কমপ্লেক্সে ফরাজীকান্দি দরবার শরীফের পীর মরহুম শায়খ ড.মানযুর আহমাদের প্রথম মৃত্যূবাষিকী উপলক্ষে স্বরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বরন সভায় সভাপত্বি ও মিলাদ-মাহফিল শেষে মোনাজাত করেন মরহুম পীরের সুযোগ্য সন্তান আল্লামা শায়খ মাসউদ আহ্মাদ। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন হাফেজ মোঃ নোমান ও মরহুম শায়খ ড.মানযুর আহমাদের রচিত কাফিদা পরিবেশন করেন জামাল উদ্দিন।স্বরন সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাড, রুহুল আমিন, বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগি মঞ্জুর আহমেদ মঞ্জু, বিটিভি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, ফরাজী কান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী তোফায়েল হোসেন, ফরাজী কান্দি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বোরহান উদ্দিন, ফরাজী কান্দি কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাঃ রফিকুল ইসলাম, নেদায়ী ইসলাম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শহীদ উল্যাহ, কসবার সোনার গাঁ জ্বিলানী সিনিয়ার মাদ্রাসার অধ্যক্ষ নূরুল ইসলাম শাহীন, নেদায়ী ইসলাম ফ্রি ক্লিনিকের পরিচালক ডাঃ সুফি মিজানুর রহমান, সুফি আলহাজ্ব রুস্তম আলী(চট্রগ্রাম) নারায়নগঞ্জের গনবিদ্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষ আঃ খালেক প্রমূখ। সভা পরিচালনা করেন নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান আবুল খায়ের। মিলাদ-মাহফিল শেষে তবারক বিতরন করা হয়। আলোচসা, মিলাদ ও দোয়া’র অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর সংখ্যক লোকজনের সমাগম ঘটে।
