ঢাকা :–
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আমরা রাসায়নিক অস্ত্র ধ্বংসের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এসব অস্ত্র ধ্বংস করতে এক বছর সময় লাগবে। আসাদ বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। খবর-বিবিসি।
সরকারিবাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে একথা ফের অস্বীকার করে আসাদ বলেন, সরকারের পক্ষে এধরনের অস্ত্র ব্যবহারের প্রশ্নই ওঠে না। কারণ আমরা জনগণের রক্ষক। তিনি বলেন, রাসায়নিক অস্ত্র ধ্বংসের বিষয়টি চাট্টিখানি কথা নয়। এটা বেশ জটিল কাজ। এটা করতেও অনেক অর্থের প্রয়োজন। প্রায় এক এক বিলিয়ন ডলার শুধু খরচ হবে এটা ধ্বংস করতে। আর কাজটাও বেশ সময়সাপেক্ষ। বিশেষজ্ঞরাও কখনো বলবে না যে এটা তাড়াহুড়োর মত কোন কাজ। কারণ এ অস্ত্র পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রেসিডেন্ট আসাদ বলেন, তাই এ কাজ করতে এক বছর সময় তো লাগবেই। এমনকি তার চেয়ে কিছু সময় বেশিও লাগতে পারে।