কুমিল্লাওয়েব নিউজ :–
দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও কুমিল্লাওয়েব ডটকম’র বিশেষ প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান জনীর একমাত্র ছেলে সালমান আরেফিন শিহাব এর আগামীকাল (শুক্রবার) জন্ম দিন। শিহাবের জন্মদিনে আত্বীয় স্বজন, সাংবাদিক বন্ধুসহ দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন কামরুজ্জামান জনী। সালমান আরেফিন শিহাব এর জন্মদিনে কুমিল্লাওয়েব ডটকম’র পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আরো শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লার সাংবাদিক মহলসহ শিহাব এর বাবা, মা দাদা, দাদি, ফুফি, নানু, মামা, আন্টি ও আপুরা।