শাহিন জামান, বরুড়া :–
কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ও তার ভাই যুবলীগ নেতা কাউছার আহম্মদ সজিবকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে আ’লীগের একাংশের কর্মীরা।
জানা যায়, বুধবার রাতে উপজেলার শ্রীপুর বাজার থেকে ভাউকসার ইউনিয়নের সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন ও কাউছার আহম্মদ সজিব বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হলে বাজারের সাথে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম আ’লী নেতা কবির, কামরুল, শাহ-আলমসহ ২০-২৫ জন অতর্কিত হামলা করে। গুরুতর আহত মেজবাহ ও সজিবকে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হানপাতালে প্রেরণ কর হয়। সেখানেও মেজবার অবস্থ্যার উন্নত না হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার ভাই নজরুল ইসলাম জানান আ’লীগের নেতারাই আমার ভাইদেরকে মেরেছে আমি তার বিচার চাই।