সাকিল মোল্লা :–
জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন বুধবার কুমিল্লার লাকসাম উপজেলায় পুলিশের সাথে পিকেটারদের সংঘষের্র ঘটনায় ২৪ জন জামায়াত-শিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের পরিচয় জানায়নি পুলিশ।
বুধবার গভীর রাতে লাকসাম থানা পুলিশ বাদী হয়ে দন্ডবিধি আইনে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার সকাল ৭ টা থেকে সকাল ৮ টায় কুমিল্লা-চাদঁপুর সড়কের লাকসাম উপজেলা সদরের পরানপুর এলাকায় পুলিশের সাথে পিকেটারদের দু’দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২৬ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এ সময় পিকেটারদের ইট-পাটকেলের আঘাতে ২ জন পুলিশ কন্সটেবল আহত হয় এবং পুলিশের গুলি ও লাঠিচার্জে ৭ জন জামায়াত-শিবির নেতাকর্মী আহত হয় ।
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের মুঠোফোনে জানান, পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে এ মামলা করেছে।