সাকিল মোল্লা :–
কুমিল্লা নগরী থেকে এক কাভার্ডভ্যানভর্তি ভারতীয় শাড়ি আটক করেছে কুমিল্লা ১০ বিজিবি সদস্যরা। যার মূল্য আনুমানিক ২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরী থেকে এসব শাড়ি আটক করা হয়। কুমিল্লা ১০ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল মামুন আল মাহমুদ মুঠোফোনে জানান, চোরাকারবারি এক কাভার্ডভ্যান ভর্তি শাড়ি নিয়ে কুমিল্লা নগরীতে প্রবেশ করলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা এসব শাড়ি আটক করে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।