মাকসুদুল আলম, চাঁদপুর :–
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে মো. মোতালেব হোসেন (৪০) নামের এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
মোতালেব বাড়িগাঁও গ্রামের মিজি বাড়ির মৃত জুনাব আলীর ছেলে। সে নারায়নপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, ওই বাড়ির একটি র্নিমানাধীন ঘরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার গায়ে কোনো আঘাতে চিহ্ন দেখা যায় নি। তবে তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা গেছে।