নাজমুল করিম ফারুক :–
তিতাস থানা পুলিশ বুধবার বিকালে নারান্দিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান (২৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাহবুব দক্ষিণ নারান্দিয়া চকের বাড়ীর মৃত হাবিবুর রহমান হবির ছেলে। অপরদিকে বন্দরামপুর বাস ষ্টেশন থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান, বুধবার বিকালে নারান্দিয়া-আসমানিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী মাহবুবুর রহমানকে ৫টি ইয়াবা ও ২০ পুরিয়া অর্থ্যাৎ ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তিনি আরো জানান, বুধবার ভোরে ঢাকা-হোমনা-কুমিল্লা সড়কের বন্দরামপুর বাস ষ্টেশনে মাংস ব্যবসায়ীরা একটি মোটর সাইকেলকে থামাতে বললে আরোহী মোটর সাইকেলটি ফেলে চলে যায়। স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করে।
