কুমিল্লা প্রতিনিধি :–
মঙ্গলবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা যুদ্ধাঅপরাধ মামলা ফাঁসীর রায়ের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবারের হরতালের সমর্থনে ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ উদ্দেগে বিভিন্ন উপজেলা বিক্ষোভ মিছিল ও সড়ক আবরোধ করেছে।
শিবির চৌদ্দগ্রাম উপজেলা উদ্দেগে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া বাজার ও মিয়া বাজারে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। লাকসাম উপজেলা শিবিরের উদ্দেগে লাকসাম বাইপাস এলাকা মিছিল ও সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার ঢাকা-নোয়াখালী রোড়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।