সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৫ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় পানিতে ডুবে মাহাবুব আলম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহাবুব উপজেলার নাইঘর গ্রামের রাসেল মিয়ার ছেলে। রোববার বিকেলে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত মাহাবুবের বাবা রাসেল মিয়া জানান, উপজেলার নাইঘর গ্রামের রাসেল মিয়ার ছেলে মাহাবুব আলম (৫) গতকাল রোববার সকাল ১০টায় বাড়ির পাশে খেলা করছিল। খেলার ছলে হঠাৎ মাহাবুব পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে পরে তার নিথর দেহ ডোবা থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া ভিশন হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকেয় ছায়া নেমে এসেছে।
