সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্দোগে ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমান্ডারসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, সৈয়দ মনিরুল হক, আবদুল আজিজ, আবদুর রহীম, জমশেদ আলী, ওসমান গনি ভুইয়া, মোঃ মাখন ভুইয়া, মোঃ শাহআলম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর কুমিল্লা জেলা সেক্রেটারী নাজমুল হাসান। বক্তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করেন। আসন্ন মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে ভোটার তালিকার সংশোধনীসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।