মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর(কুমিল্লা) :–
মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শনিবার কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের দাতব্য সংগঠন বাঙ্গরা স্বনির্ভর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে বিদ্যালয়ের ৬৫ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। আব্দুল মতিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুজ্জামান খাঁন। বিশেষ অতিথি বৃন্দের মধ্যে ছিলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ইদ্রিসুর রহমান, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব রেয়াজুল হক আজাদ, রাজউকের উপপরিচালক শাহ আলম চৌধুরী, জনস্বাস্থ্য অধিদপ্তরের সোস্যাল ডেভেলপমেন্ট অফিসার কিবরীয়া চৌধুরী, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সওদাগর, এরশাদুল হক মজুমদার, এমদাদুল হক, শিক্ষক নেতা নুরুল ইসলাম মাষ্টার প্রমুখ।
