সাইফুল ইসলাম, সিংড়া (নাটোর) :–
নাটোরের সিংড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে দ্রুত সিংড়া থানা বিএনপি’র কমিটি বাতিল করে পূনঃগঠনের দাবী জানানো হয়েছে। জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চুর বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাচ্চু বলেন, বর্তমান থানা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, দীর্ঘদিন থেকে এই পদ আকড়ে ধরে রেখেছেন। দিবা-রাত্রি সর্বক্ষণ মদ্য পান, নৈতিক অধঃপতন ও নিরব চাঁদাবাজির মাধ্যমে দলকে শক্তিহীন করে ফেলেছেন। টাকার বিনিময়ে অঙ্গ সংগঠনে পদ দেয়া হচ্ছে। তিনমাস পরপর তাকে চাঁদা না দিলে পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে। আওয়ামী লীগের সাথে আতাঁত করে তিনি সংগঠন চালাচ্ছেন বলেও অভিযোগ করা হয়। তাছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল ফটিকসহ শতাধিক ত্যাগী নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা এবং মোটা অংকের অর্থের বিনিময় থানা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক রকিসহ আ’লীগ নেতা কর্মীদের থানা থেকে মুক্ত করার অভিযোগ করা হয়। দ্রুত নির্বাচনের মাধ্যমে থানা বিএনপি পূনঃগঠন করা না হলে আগামী সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়। এ সব কাজের প্রতিবাদ করায় তাকে দল থেকে বহিস্কারের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবী করেন। এ সময় অনান্যের মধ্যে থানা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, রেজাউল করিম মৃধা, দপ্তর সম্পাদক সাবেক চেয়ারম্যান আদেশ আলী, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন, থানা যুবদলের সভাপতি তায়েজুল ইসলাম ও থানা বিএনপি, যুবদল, ছাত্রদলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
